কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইট-পাটকেল নিক্ষেপ, হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
আহত ব্যক্তিরা আসিফের সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ হামলায় আহত ব্যক্তিদের।
ঘটনার বিষয়ে নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, ‘বিএনপির লোকজন পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। আমরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছিলাম, তখনই তারা শত শত ইট-পাটকেল ছুড়ে আমাদের ওপর আক্রমণ চালায়। এতে অর্ধশতাধিক সমর্থক আহত হন।’
তবে মিনাজুলের এমন অভিযোগ অস্বীকার করে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেছেন, ‘তাদের নেতাকর্মীদের ওপর আগে হামলা চালানো হয়েছে। তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।’
এ বিষয়ে মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খান জানান, বিকেলে এনসিপির একটি কর্মসূচি চলাকালে হঠাৎ করে কিছু লোক ইট-পাটকেল ছুড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, আহত ব্যক্তিদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত হামলাকারী ও উসকানিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এনসিপির নেতাকর্মী ও নাগরিক সমাজের সমর্থকেরা উপজেলা সদরের আল্লাহ চত্বর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এ সময় পাশের জেলা পরিষদ মার্কেট এলাকা থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়।
তখন উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন