টানা তিন ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পঞ্চম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ২৭ রানে হেরেছে।
জয় পেয়ে ছয় ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা এখনো আশা বাঁচিয়ে রাখল।
এদিকে, সিরিজে বাংলাদেশ এখনো ৩-২ ব্যবধানে এগিয়ে আছে। আগামী বৃহস্পতিবার শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ।
সোমবার (৫ মে) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল সাইমুন বশির ও রিজান হাসানের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৯৬ রানেই গুটিয়ে যায়।
তবে ১৯৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের যুবারাও ব্যাটিং বিপর্যয়ের শিকার হন। ৪৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যান তারা।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আগের ম্যাচের সেরা বোলার আল ফাহাদ না থেকেও বাংলাদেশের বোলাররা শুরু থেকেই লঙ্কান ব্যাটিং লাইনআপে চাপ সৃষ্টি করেন।
ব্যাট হাতে শ্রীলঙ্কার আধম হিলমি সর্বোচ্চ ৫১ রান করেন। এ ছাড়া ভিমাত দিনসারা ৪২ এবং সুহাস ফার্নান্দো ও কিতমা ভিদানপাতিরানা প্রত্যেকে ২৮ রান করেন। শ্রীলঙ্কার ছয় জন ব্যাটার দুই অঙ্কের কোটা পার করতে পারেননি।
৪২.৩ ওভারে ১৯৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে সাইমুন ৩টি এবং সাদ ইসলাম, রিজান ও ফারহান শাহরিয়ার ২টি করে উইকেট নেন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। আগের তিন ম্যাচে টপ অর্ডারের ব্যাটাররা ভালো খেললেও এদিন প্রথম তিন জন ব্যাটারই দুই অঙ্কের নিচে আউট হন।
মিডল অর্ডারে পাঁচ জন ব্যাটার ২০ রানের বেশি করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি।
সাইমুন এক প্রান্তে ৩৭ রানে অপরাজিত থাকলেও মোহাম্মদ আবদুল্লাহ ৩২ ও ফরিদ হাসান ৩০ রান করে আউট হয়ে যান। শেষ পর্যন্ত ৪৫ ওভারে ১৬৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ভিরান চামুদিতা ও কুগাতাস মাতুলান ৩টি করে উইকেট নেন।
আপনার মতামত লিখুন :