ময়মনসিংহের মুক্তাগাছায় সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয় দিয়ে বিয়ে করায় এক যুবকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
এ সময় তাদের কাছ থেকে ৩টি স্মার্টফোন, ৩ হাজার ৯০০ টাকা ও প্রাইভেটকার জব্দ করা হয়।
সোমবার (৫ মে) বিকেলে ময়মনসিংহ র্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ওই দিন ভোররাতে মুক্তাগাছা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, কুমিল্লার মো. মাহিন হোসেন (৩১), মো. ইউসুফ হোসেন (৩৫), মো. মনির হোসেন (৩২) ও মুন্সিগঞ্জের মো. মনির হোসেন (৩২)।
এদের মধ্যে মাহিন হোসেন নিজেকে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয় দেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. মাহিন হোসেন প্রতারক শ্রেণির লোক। মুক্তাগাছা উপজেলার এক তরুণীর সঙ্গে সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীকালে ফুঁসলিয়ে গোপনে বিয়ের রেজিস্ট্রি করেন।
বিয়ের বিষয়টি জানাজানি হলে বাদী তার মেয়েকে জামাইসহ বাসায় আসতে বলেন।
মাহিন হোসেন বাসায় আসলে তার কাছে মেজর আইডি এবং কর্মস্থল জানতে চাইলে তার কথায় অসংগতি ধরা পড়ে। মাহিন জানান, তিনি র্যাব-১৪ ময়মনসিংহের সিও’র দায়িত্ব পেয়েছেন।
বিষয়টি বাদীর সন্দেহজনক মনে হলে তা যাচাই-বাছাই করার জন্য ঢাকা ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টে যোগাযোগ করেন। তখন তার মেজর আইডি কার্ডটি সঠিক নয় বলে জানতে পারেন বাদী।
পরে ময়মনসিংহ অধিনায়ক বরাবর অভিযোগ করেন। র্যাবের একটি দল বাদীর বাসা থেকে মাহিন হোসেনসহ ৪ জনকে গ্রেপ্তার করে।
ময়মনসিংহ র্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার (মেজর) শিশির মাহমুদ তালুকদার বলেন, গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :