ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৫, ১২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লুইস গালভান মারা গেছেন। ১৯৭৮ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি।

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই কর্দোভা শহরের একটি হাসপাতালে ছিলেন ৭৭ বছর বয়সী এই সাবেক ফুটবলার। সেখান থেকে আর ফেরা হয়নি তার।

১৯৭৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয় গালভানের। ওই বছরের প্যান আমেরিকান গেমসের দলে জায়গা পান এই সেন্টার ব্যাক। ১৯৭৮ বিশ্বকাপে সবকটি ম্যাচেই তিনি খেলেন। অধিনায়ক দানিয়েল পাসারেলার সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে গড়ে তুলেছিলেন জমাট জুটি।

১৯৮২ সালের বিশ্বকাপেও আর্জেন্টিনা দলের অংশ ছিলেন তিনি। তবে সেবার তেমন ভালো করতে পারেনি আর্জেন্টিনা ১৯৮৭ সালে পেশাদার ফুটবল থেকে অবসরে যান এই ডিফেন্ডার।