২২ গজে পারফরম্যান্সের ঝলক দেখিয়ে শিরোনামে এসেছিলেন ঠিকই, কিন্তু মাঠের বাইরের ‘অন্ধকার জগতে’ ডুবেছেন রোহিত-পান্ডিয়াদের সতীর্থ শিবালিক শর্মা।
বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে এই বাঁহাতি ব্যাটারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোহিত শর্মা ও পান্ডিয়াদের মতো ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া এই ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
যোধপুরের কুড়ি ভগতসুনি থানায় দায়ের করা অভিযোগে ওই নারী জানান, দুই বছর আগে বরোদায় থাকাকালীন শিবালিকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে মোবাইল ফোনে নিয়মিত কথোপকথন হতো। পরে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, শিবালিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তবে পরবর্তীকালে বিয়ের প্রসঙ্গ উঠলে শিবালিক ধীরে ধীরে সম্পর্ক থেকে সরে আসেন।
অভিযোগ দায়েরের পর ২৬ বছর বয়সী শিবালিক আত্মগোপনে গেলেও শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে বাঁচতে পারেননি। সোমবার তাকে গ্রেপ্তার করে পুলিশ হয়েছে। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন।
বরোদার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮টি ম্যাচ খেলা শিবালিক ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরির সাহায্যে ১০৮৭ রান করেছেন।
ঘরোয়া ক্রিকেটে হার্দিক ও ক্রুনাল পান্ডিয়ার মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে তিনি একই দলের হয়ে খেলেছেন।
শুধু তাই নয়, সর্বশেষ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস তাকে ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল। যদিও রোহিত শর্মা ও জাসপ্রীত বুমরাহদের মতো তারকাদের সঙ্গে তিনি মাঠে নামার সুযোগ পাননি।