আমস্টেলভিনের ভিআরএ গ্রাউন্ডে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টু (২০২৩-২৭)-এর ৬২তম ম্যাচে আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস।
এদিন টস হেরে ব্যাটিং নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৭২ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।
এদিন দলের হয়ে ব্যাট হাতে শুরু করেন লেভিট ও ম্যাক্স ও’ডাউড। মিচেল লেভিটের ৬৩ বলে ৪১ ও ম্যাক্স ও’ডাউডের ৭৫ বলে ৪৮ এবং স্কট এডওয়ার্ডসের ৭৮ বলে ৭৭ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান করে ডাচরা।
আরব আমিরাতের হয়ে এদিন বল হাতে আলী খান শিকার করেন ৩ উইকেট, এছাড়াও ২ উইকেট নেন সিমোনজিৎ সিং কাং। জুনায়েদ সিদ্দিকী ও ধ্রুব পরাশর এদিন ১টি উইকেট সংগ্রহ করেন।
পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্মে রয়েছে নেদারল্যান্ডস। ১৬টি ম্যাচে নয়টি জয় নিয়ে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছেন ডাচরা। অন্যদিকে, তালিকার তলানিতে থাকা আরব আমিরাত ১২ ম্যাচে মাত্র দুই জয় নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে।
আপনার মতামত লিখুন :