ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

‘স্বজন হারানোর বেদনার পাশে খেলা তুচ্ছ’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ১২:৫৩ পিএম
ভারতের কোচ গৌতম গম্ভীর ।। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যকার বৈরিতা নিয়ে আবারও মুখ খুললেন ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমান কোচ গৌতম গম্ভীর। বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেটার বলেছেন, পাকিস্তানের সাথে কোনো ধরনের খেলায় অংশ নেওয়া উচিত না ভারতের।

তার মতে, স্বজন হারানোর বেদনার কাছে খেলা, কিংবা বলিউড বা অন্যান্য বিনোদনমূলক বিষয় তুচ্ছ। তাই ভারত-পাকিস্তানের কোনো পর্যায়েই খেলা উচিত নয়, এমনকি এসিসি বা আইসিসি ইভেন্টেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার ব্যক্তিগত উত্তর হলো- অবশ্যই না। এসব যদি না থামে, ভারত-পাকিস্তানের মধ্যে কিছুই হওয়া উচিত না।'

গম্ভীর আরও বলেন, 'দিনশেষে এটা সরকারের সিদ্ধান্ত তাদের সাথে আমরা খেলব কি না। তবে আগেও বলেছি, কোনো ক্রিকেট ম্যাচ বা বলিউড বা অন্য কিছুই ভারতের সেনা ও নাগরিকদের প্রাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। খেলা হবে, সিনেমা হবে, শিল্পীরা গান গাইবে। তবে স্বজন হারানোর বেদনার সাথে কিছুই তুল্য নয়।'

গম্ভীর জানিয়েছেন, পাকিস্তানের সাথে খেলা-না খেলার বিষয়ে বোর্ড ও সরকার যে সিদ্ধান্ত নেবে তারা তা মেনে নেবেন।

তিনি বলেন, 'জিনিসটা আমার ব্যাপার না, আমার হাতেও নেই। বিসিসিআই বিশেষত সরকার সিদ্ধান্ত নিবে আমরা তাদের খেলব কি না।’

প্রসঙ্গত, চলতি বছর ভারতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এরপরই বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। যদি পাকিস্তান জাতীয় দলকে ভারত আতিথেয়তা না দেয়, টুর্নামেন্টগুলোই ভেস্তে যেতে পারে।