ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৭তম ম্যাচে ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই নাইট রাইডার্সের।
আসরে এখন পর্যন্ত ১১ ম্যাচে সমান ৫ জয় ও ৫ পরাজয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে শাহরুখ খানের দল।
অপরদিকে ১১ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
শেষ খবর পাওয়া র্পন্ত ১০ ওভার শেষে নাইট রাইডার্সদের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৭ রান। ২৫ বলে ৩৮ রানে ব্যাট করছেন কলকাতার অধিনায়র রাহানে ও ৭ বলে ৯ রানে ব্যাট করছেন মানিশ পান্ডে।
কলকাতা একাদশ : রহমানুল্লাহ গুরবাজ়, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী, মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, মইন আলি, রমনদীপ সিং, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী
চেন্নাই একাদশ : আয়ুষ মাত্রে, উরভিল প্যাটেল, ডেভন কনওয়ে, রবীন্দ্র জাডেজা, ডিওয়াল্ড ব্রেভিস, রবিচন্দ্রন অশ্বিন, মহেন্দ্র সিং ধোনি, অংশুল কম্বোজ, নূর আহমেদ, খলিল আহমেদ, মথিশা পাথিরানা