ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৮:৩২ পিএম
রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় পর ভারতকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা।

গত মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ওয়ানডে থেকেও তার অবসরের গুঞ্জন শোনা গিয়েছিল। 

যদিও আরেকটি ৫০ ওভারের বিশ্বকাপে খেলার আশা রেখেছিলেন তিনি। তবে এবার আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় এই অধিনায়ক।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার সিরিজের পরই রোহিতের টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও সেই সময় তিনি টেস্ট না ছাড়ার কথা জানিয়েছিলেন।

এদিকে, চলমান আইপিএল শেষে ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। আসন্ন সিরিজকে কেন্দ্র করে রোহিতের কাঁধে টেস্ট দলের নেতৃত্বভার থাকা নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছিল। 

ভারতীয় গণমাধ্যমে এমন খবরও প্রকাশিত হচ্ছিল যে, তরুণ কোনো ক্রিকেটারকে টেস্টের অধিনায়ক হিসেবে দেখতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগমাধ্যমে রোহিত শর্মা নিজেই সাদা পোশাক তুলে রাখার কথা জানিয়ে দিলেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরিতে টেস্ট ক্যাপের ছবি পোস্ট করে অবসরের ঘোষণা দেন তিনি। 

ক্যাপশনে রোহিত লেখেন, ‘সবাইকে জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে আমার দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের।

বছরের পর বছর আমাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব চালিয়ে যাব।

এদিকে লম্বা টেস্ট ক্যারিয়ারে বহুবার দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠেছেন রোহিত শর্মা। তার ১২টি সেঞ্চুরি এবং ১৮টি হাফ-সেঞ্চুরি বহু ম্যাচে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছে।

৪০.৫৭ গড় প্রমাণ করে সাদা পোশাকেও কতটা ধারাবাহিক ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।