পাকিস্তান-ভারতের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেলেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর চলমান থাকবে বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির সাফ বক্তব্য—‘যুদ্ধ হোক বা উত্তেজনা, মাঠে গড়াবে ক্রিকেট।’
আজ বুধবার (৭ মে) রাত ৮টায় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটা গ্ল্যাডিয়েটরস। এই ম্যাচের মাধ্যমে রাওয়ালপিন্ডিতে ফিরছে পিএসএল, যেখানে আগামী তিন দিনে আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে—৮, ৯ ও ১০ মে।
এর আগে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালালে পাকিস্তানও পাল্টা জবাব দেয়। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান, একটি কমব্যাট ড্রোন এবং একটি ব্রিগেড সদর দফতর ধ্বংস করা হয়েছে।
এই প্রেক্ষাপটে টুর্নামেন্ট স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হলেও পিসিবি স্পষ্ট করেছে, নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১১ মে মুলতানে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ।
১৩ মে রাওয়ালপিন্ডিতে হবে কোয়ালিফায়ার। এরপর ১৪ ও ১৬ মে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এলিমিনেটর-১ ও ২। জমকালো ফাইনালটি অনুষ্ঠিত হবে ১৮ মে, লাহোরে।
এই নাটকীয় পরিস্থিতিতেও ক্রিকেট ভক্তরা আশাবাদী, মাঠে ফিরবে চিরচেনা উত্তেজনা, এবং এ আসরে পিএসএল দেবে নতুন চ্যাম্পিয়ন।