কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ভারত।
পাকিস্তানের সেনাবাহিনী এ হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করে বলেছে, এর যথাযথ জবাব এরই মধ্যে দেওয়া হয়েছে।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সামাজিক মাধ্যমে সরব হয়ে উঠেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। তারা প্রতিরক্ষা বাহিনীর ‘সাহসিকতায়’ মুগ্ধ।
চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝেই এই যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। এর মধ্যেই ফেসবুকে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে পিএসএলের দল লাহোর কালান্দার্স।
এক ভিডিওতে অধিনায়ক শাহিন আফ্রিদিকে বলতে শোনা যায়, ‘আমরা আমাদের প্রতিরক্ষা বাহিনীকে ভালোবাসি। আমরা গর্বিত পাকিস্তানি। আমরা এক জাতি। পাকিস্তান জিন্দাবাদ।’
একই সুরে কথা বলেছেন ওপেনার ফখর জামান ও দলের আরও কয়েক জন ক্রিকেটার।