ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

কলম্বোতে রদ্রিগেজের রেকর্ডের দিনে ভারতের জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৬:৫০ পিএম
রদ্রিগেজ ও দীপ্তি শর্মা। ছবি: সংগৃহীত

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডেতে ব্যাটিং তাণ্ডব দেখাল ভারত নারী দল। রদ্রিগেজ ও দীপ্তির ব্যাটে বড় সংগ্রহের দিনে ২৩ রানের জয় পায় হরমনপ্রীতের দল।

ব্যাট হাতে জেমিমা রদ্রিগেজ খেলেন ক্যারিয়ারের সেরা ওয়ানডে ইনিংস। ১০১ বলে ১২৩ রানের অসাধারণ সেঞ্চুরি ও দীপ্তি শর্মার ৮৪ বলে ৯৩ রানের ইনিংসের উপর ভর করে ৩৩৭ রানের বিশাল সংগ্রহ পায় হরমনপ্রীত কৌরের দল।

আজকের ম্যাচের আগেই সিরিজ থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। আগের দু ম্যাচে হারা দলটি আজও ২৩ রানে হেরে বসে ভারতের সাথে।

আফ্রিকার হয়ে অ্যানারি ডার্কসেনের ৮০ বলে ৮১ ও ক্লো ট্রায়নের ৪৩ বলে ৬৭ রানে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা নারী দলের সংগ্রহ ৩১৭ রান। 

এদিকে আজকের খেলায় বেশ কয়েকটি ব্যাটিং রেকর্ড নতুন করে লেখলো ভারত নারী দল।

ওয়ানডেতে জেমিমা রদ্রিগেজের সর্বোচ্চ স্কোর:

১২৩ (১০১) বনাম দক্ষিণ আফ্রিকা নারী দল, কলম্বো, ২০২৫
১০২* (৯১) বনাম আয়ারল্যান্ড নারী দল, রাজকোট, ২০২৫
৮৬ (৭৮) বনাম বাংলাদেশ নারী দল, মিরপুর, ২০১৯
৮২ (৭৭) বনাম অস্ট্রেলিয়া নারী দল, মুম্বাই (ওয়াংখেড়ে), ২০২৩
৮১* (৯৪) বনাম নিউজিল্যান্ড নারী দল, নেপিয়ার, ২০১৯

ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ পঞ্চম উইকেট জুটি:

১১২ - জেমিমা রদ্রিগেজ এবং দীপ্তি শর্মা বনাম দক্ষিণ আফ্রিকা নারী দল, কলম্বো, ২০২৫
১০৮ - বেদ কৃষ্ণমূর্তি এবং মিতালি রাজ বনাম নিউজিল্যান্ড নারী দল, ডার্বি, ২০১৭
১০৮ - মিতালি রাজ এবং রিচা ঘোষ বনাম নিউজিল্যান্ড নারী দল, কুইন্সটাউন, ২০২২

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর:

১৩৬ - স্মৃতি মান্ধানা, বেঙ্গালুরু, ২০২৪
১২৩ - জেমিমা রদ্রিগেজ, কলম্বো, ২০২৫
১৩৫ - স্মৃতি মান্ধানা, কিম্বারলি, ২০১৮
১১৭ - স্মৃতি মান্ধানা, বেঙ্গালুরু, ২০২৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সর্বোচ্চ ইনিংস স্কোর:

৩৩৭/৯ - কলম্বো, ২০২৫
৩২৫/৩ - বেঙ্গালুরু, ২০২৪
৩০২/৩ - কিম্বারলি, ২০১৮

ভারতের সর্বোচ্চ ইনিংস স্কোর:

৪৩৫/৫ বনাম আয়ারল্যান্ড নারী দল, রাজকোট, ২০২৫
৩৭০/৫ বনাম আয়ারল্যান্ড নারী দল, রাজকোট, ২০২৫
৩৫৮/২ বনাম আয়ারল্যান্ড নারী দল, পটচেফস্ট্রুম, ২০১৭
৩৫৮/৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ নারী দল, ভদোদরা, ২০২৪
৩৩৭/৯ বনাম দক্ষিণ আফ্রিকা নারী দল, কলম্বো, ২০২৫