দীর্ঘ বিরতির পর আবারও মাঠে ফিরলেন বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান।
গত বছরের নভেম্বরে আবুধাবি টি-টেন লিগে খেলার পর থেকে মাঠের বাইরে এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে হঠাৎ দুবাইয়ের আজমান শহরের একটি মাঠে ব্যক্তিগতভাবে নেট সেশনে অংশ নিতে দেখা যায় সাকিবকে।
গত বৃহস্পতিবার (৮ মে) নিজের স্পন্সর প্রতিষ্ঠান পিউমার টি-শার্ট পরে ব্যাটিং অনুশীলন করেন সাকিব।
এদিকে ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাশ করলেও চলতি বছর এখনও পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ বা আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি তাকে।
এতে করে ক্রিকেট-প্রেমীরা ধরে নিয়েছিলেন, হয়তো ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে গেছেন তিনি।
তবে এই অনুশীলনের মাধ্যমে আবারও ২২ গজে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব আল হাসান।
আপনার মতামত লিখুন :