ভুটানের নারী ফুটবল লিগে জোড়া গোল করে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা রানী সরকার। চ্যাংলিমিথাং স্টেডিয়ামে এদিন তার দল ট্রান্সপোর্ট ইউনাইটেড ৮-০ গোলে বিধ্বস্ত করেছে উজিয়েন একাডেমিকে।
আজ সোমবার (১২ মে)-এর ম্যাচেও দেখা গেলো বাংলাদেশের ফুটবলারদের ঝলক। তার দলের বড় জয়ে বড় অবদান রাখেন কৃষ্ণা রানী সরকার। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে জেতেন ম্যাচসেরার পুরস্কার।
বাংলাদেশি ফরোয়ার্ড কৃষ্ণা প্রথম গোল করেন ম্যাচের ৫৫ মিনিটে, এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল পাঠান জালে। দ্বিতীয় গোলটি আসে ৭৮ মিনিটে। সুনিতার নেওয়া শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে গোল করতে ভুল করেননি সাফজয়ী এই তারকা।
এই ম্যাচে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলেছেন আরও দুই বাংলাদেশি – গোলকিপার রুপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে মাত্র ৪৩ সেকেন্ডের মাথায় গোল করেন মাসুরা, যা দলের বড় জয়ে বাড়তি রঙ যুক্ত করে।
ভুটানের মাঠে বাংলাদেশের নারী ফুটবলারদের এমন পারফরম্যান্স দেশীয় ফুটবলে গর্বের বিষয় হয়ে উঠেছে।
আপনার মতামত লিখুন :