সাব্বির রহমানের ফর্ম যেন এখন তুঙ্গে। বিপিএলে এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে ছড়িয়েছেন আলো। এর আগে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ জিম-আফ্রো টি-টেন লিগেও ভালো খেলে এসেছেন। আর এবার লন্ডনে গিয়ে দেখালেন আরেক নজরকাড়া ইনিংস।
কুমিল্লা ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের হয়ে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রিকেট লিগের এলিট ডিভিশনে খেলতে গিয়ে এসেক্স লায়ন্সের বিপক্ষে ৬৭ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটার।
ম্যাচটিতে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন সাব্বির। যখন দলের রান ৫৪/৪, তখন চাপের মুহূর্তে ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। ১৪টি চারের সঙ্গে দুটি ছক্কা মেরে করেন সেঞ্চুরি, স্ট্রাইক রেট ছিল ১৫০।
সাব্বিরের এই ইনিংসের সুবাদে ৪০ ওভারে কুমিল্লার সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান। এদিন সাব্বিরকে দারুণভাবে সঙ্গ দেন মুনিরুল ইসলাম, যিনি ৮২ বলে করেন ৮৯ রান। দুজনে মিলে গড়েন ১৬৩ রানের মূল্যবান ষষ্ঠ উইকেট জুটি।
তবে এত রানও জয়ের জন্য যথেষ্ট হয়নি। এসেক্সের রাজেশ শর্মা খেলেন ১১৪ বলে ১৭৪ রানের ইনিংস, যেখানে ছিল ২৭টি চার ও ৩টি ছক্কা। রাজেশের ইনিংসে ভর করেই ১ ওভার ও ২ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পা ফেলে এসেক্স।