ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

সিন্ধু জলচুক্তি স্থগিতের বিধান নেই : বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৮:৪৭ পিএম
ছবি-সংগৃহীত

সিন্ধু জলচুক্তি স্থগিতের কোনো বিধান নেই বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ​​বঙ্গ। ভারতীয় সম্প্রচারমাধ্যম সিএনবিসি টিভি ১৮-দে দেওয়া এক সাক্ষাৎকারে তিন এ কথা জানান।

তিনি বলেন, ‘চুক্তিতে এমন কোনো বিধান নেই, যা এটিকে স্থগিত করার অনুমতি দেয়। যেভাবে এটি তৈরি করা হয়েছিল, হয় এটি বাতিল করতে হবে অথবা এটির পরিবর্তে অন্য একটি চুক্তি করতে হবে। এ জন্য দুই দেশের একমত হতে হবে’।

পাক-ভারত চলমান সংঘাতে অস্ত্রের পাশাপাশি পানিকে ‘হাতিয়ার’ করে নিয়েছে ভারত। পানি দিয়ে পাকিস্তানকে হারাতে চাচ্ছে দেশটি।

মঙ্গলবার (৬ মে) এক বক্তব্যে নরেন্দ্র মোদি বলেন, ‘এখন ভারতের পানি ভারতের জন্যই বয়ে যাবে। ভারতের জন্যই সংরক্ষিত থাকবে এবং ভারতের অগ্রগতির জন্যই ব্যবহৃত হবে পানি।

চুক্তির নিয়ম ভঙ্গ করা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে ভারত সরকার ব্যাখ্যা করে, ‘চুক্তিটি স্থগিত নয়, এটিকে মুলতবি করা হয়েছে।’

চুক্তিটির দ্বাদশ অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে, ‘এটি কেবল পারস্পরিক সম্মতির মাধ্যমেই সংশোধন করা যেতে পারে।’

বিশ্বব্যাংকের ভূমিকা সম্পর্কে অজয় বঙ্গ বলেন, ‘বিশ্বব্যাংকের ভূমিকা মূলত সহায়কের। আমাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। যদি তারা (পাক-ভারত) দ্বিমত পোষণ করে, তাহলে আমরা নিরপেক্ষ বিশেষজ্ঞ বা সালিশ আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে পারি।’

তিনি আরও বলেন, চুক্তির সূচনাকালে প্রতিষ্ঠিত একটি ট্রাস্ট তহবিল থেকে সম্ভাব্য সালিশকারীদের ফি মেটানোর জন্য বিশ্বব্যাংককে অর্থ প্রদান করতে হবে।’