ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

জামালপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০২:৫৭ পিএম
দণ্ডপ্রাপ্ত বছির উদ্দিন। ছবি- রূপালী বাংলাদেশ

প্রথমে প্রেম, পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ। জামালপুরে ধর্ষণ মামলায় বছির উদ্দিন (২০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আ. রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত বছির উদ্দিন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামের আবুল হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালে ভুক্তভোগী নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতিবেশী বছির উদ্দিন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে ২০১৫ সালের ২৫ অক্টোবর ভুক্তভোগী বাদী হয়ে বকশীগঞ্জ থানায় বছির উদ্দিনকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় আসামি বছির উদ্দিনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ওই অর্থ বাদীকে প্রদান করার নির্দেশও দিয়েছেন।