পর্তুগিজ ফুটবল তারকা এবং লিভারপুলের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় দিয়োগো জোতা স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ২৮ বছর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানা যায়, জোতা তার ছোট ভাই আন্দ্রে সিলভাককে নিয়ে গাড়িতে ভ্রমণ করছিলেন, তখন তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
এই মর্মান্তিক খবরটি এসেছে এমন এক সময়ে, যখন মাত্র ১০ দিন আগে জোতা তার দীর্ঘদিনের সঙ্গী রুট কার্ডোসোকে বিয়ে করেন। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে।
দিয়োগো জোতা ২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দেন। খুব দ্রুতই তিনি দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেন। লিভারপুলের হয়ে তিনি সব ধরনের প্রতিযোগিতায় ১৮২টি ম্যাচে অংশ নিয়ে ৬৫টি গোল করেন।
২০২৪-২৫ মৌসুমে তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে লিভারপুলকে তিনটি গুরুত্বপূর্ণ শিরোপা জয়ে সহায়তা করেন। এগুলো হলো, প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং লিগ কাপ।
গত ৮ জুন তিনি পর্তুগিজ জাতীয় দলকে ইউরোপীয় নেশনস লিগ জয়ে নেতৃত্ব দেন। জাতীয় দলের হয়ে জোতা ৪৯টি ম্যাচ খেলেন এবং দুইবার ইউরোপীয় নেশনস লিগের শিরোপা জয় করেন।