ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০১:০১ পিএম
৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলর সংগ্রহ ৩৩২ রান। ছবি- সংগৃহীত

শহীদ এ. এইচ. এম কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় এই ম্যাচে আজ বুধবার (১৪ মে) সকাল ৯টায় মুখোমুখি হয় দুই দল। এদিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।

অ্যান্ডিল মোকগাকানের ৬৪ বলে ৫৬ রান ও কনর এস্টারহুইজেনের ৬৮ বলে ৯১ রান ও ডায়ান ফরেস্টারের ৫৯ বলে ৯৬ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সংগ্রহ দাঁড়ায় ৩৩২ রান।

বল হাতে বাংলাদেশের হয়ে মারুফ মৃধা, রিপন মন্ডল ও মাহফুজুর রহমান রাব্বি দুটি করে উইকেট সংগ্রহ করেন। 

এর আগে সোমবার সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছিল টাইগার যুবারা। ৩ উইকেটের রোমাঞ্চকর জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। 

আজকের ম্যাচে জয়ের জন্য টাইগার যুবাদের প্রয়োজন ৩০০ বলে ৩৩৩ রান। এ ম্যাচ জয় পেলেই সিরিজ নিজেদের করে নিবে বাংলাদেশ।