ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

প্রাথমিকের জন্য জরুরি নির্দেশনা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৯:২৩ পিএম
ছবি- সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার আগে আগামী ১৭ ও ২৪ মে (শনিবার) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৪ মে) মন্ত্রণালয়ের উপসচিব সামসুল আরিফ স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, সরকার ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে। একই সঙ্গে, দাপ্তরিক কাজের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন ১৭ ও ২৪ মে (শনিবার) সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ছুটিকালে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়,  পূর্বের ঘোষণানুযায়ী ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

এ প্রেক্ষাপটে আগামী ১৭ মে ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস ও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য মাঠ পর্যায়ে সব অফিসকে নির্দেশ দেওয়া হয়।