ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০২:১৮ পিএম
ছবি : সংগৃহীত

সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৩২ রানের বিশাল সংগ্রহ পায়  দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আগ্রাসী ব্যাটিংয়ে ইতিবাচক শুরু পেলেও পরপর উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় এই ম্যাচে আজ বুধবার (১৪ মে) সকাল ৯টায় মুখোমুখি হয় দুই দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৯ রান। 

এদিন বাংলাদেশের হয়ে ব্যাট করতে ওপেনিংয়ে আসেন মাহফুজ ইসলাম ও জিসান আলম। দলীয় ২৬ রানের মাথায় মোকোয়েনার বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেন মাহফুজ ইসলাম। আউট হওয়ার আগে ১২ বলে ২ চারে ১০ রান করে এ ব্যাটার।

৩ নম্বরে আসা রায়ান রহমান বেশি সময় টিকতে পারেনি ফিজে, দলীয় ৫৩ রানের মাথায় ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে রায়ান।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। অ্যান্ডিল মোকগাকানের ৬৪ বলে ৫৬ রান ও কনর এস্টারহুইজেনের ৬৮ বলে ৯১ রান ও ডায়ান ফরেস্টারের ৫৯ বলে ৯৬ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সংগ্রহ দাঁড়ায় ৩৩২ রান।

ক্রিজে ২৬ বলে ৪১ রান নিয়ে ব্যাট করছেন জিশান আলম ও ৬ বলে ১ রান নিয়ে খেলছেন আরিফুল ইসলাম।