বাংলাদেশ ক্রিকেটে যোগ হলো আরেকটি গৌরবের পালক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন ২৭ বছর বয়সি এই তারকা।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বল ও ব্যাট হাতে অনবদ্য ছিলেন মিরাজ। পুরো সিরিজে তিনি শিকার করেন ১৫ উইকেট, মাত্র ১১.৮৬ গড়ে। সেই সঙ্গে ব্যাট হাতে যোগ করেন ১১৬ রান, গড় ৩৮.৬৬।
চট্টগ্রাম টেস্টে তার ১০৪ রানের অসাধারণ ইনিংস এবং ৫/৩২ বোলিং ফিগার বাংলাদেশকে এনে দেয় ইনিংস ও ১০৬ রানের বিশাল জয়।
সিলেট টেস্টে দুই ইনিংসেই পাঁচ উইকেট করে নিয়ে টানা দুটি ফাইফার তুলে নেন মিরাজ। যদিও বাংলাদেশ সেই ম্যাচে হেরে যায়, মিরাজের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
এই স্বীকৃতিতে মিরাজ হয়েছেন আইসিসির মাসসেরা খেলোয়াড় পুরস্কার পাওয়া তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার। এর আগে এই সম্মান পেয়েছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
পুরস্কার জিতে উচ্ছ্বসিত মিরাজ বলেন, ‘আইসিসির মাসসেরা ক্রিকেটার হতে পারা সত্যিই বিশেষ কিছু। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, আমার দলের, কোচদের এবং দেশের ক্রিকেটপ্রেমীদের সম্মিলিত সাফল্য।’
তিনি আরও বলেন, ‘এই অর্জন আমাকে আরও কঠোর পরিশ্রম করতে ও দেশের জন্য ধারাবাহিক পারফরম্যান্স দিতে অনুপ্রাণিত করবে।’