নিউইয়র্ক টাইমসের বিখ্যাত ক্রীড়া বিভাগ ‘দ্য অ্যাথলেটিক’ তাদের মৌসুম শেষের আগে প্রকাশ করেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বর্ষসেরা একাদশ, যা রীতিমতো ধাক্কা দিয়েছে ফুটবল ভক্তদের।
এই মৌসুমে দুর্দান্ত আলো ছড়ানো দুই তরুণ তারকা, লামিনে ইয়ামাল এবং কিলিয়ান এমবাপ্পে, এই একাদশে জায়গা পাননি।
যদিও স্প্যানিশ তরুণ ইয়ামালকে অনেকে বছর শেষে ব্যালন ডি’অরের যোগ্য বিবেচনা করছেন, দ্য অ্যাথলেটিক তাকে তাদের চূড়ান্ত স্কোয়াডে রাখেনি। একইভাবে, মৌসুমে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে থাকা কিলিয়ান এমবাপ্পে বা ভিক্টর গিয়োকেরেসের নামও একাদশে অনুপস্থিত।
রিয়ালের হয়ে এই মৌসুমে এমবাপের কোনো ট্রফি জেতা না হলেও ব্যক্তিগত অর্জনের খাতা ঠিকই সমৃদ্ধ করেছেন তিনি, ২৯ গোল নিয়ে চলতি মৌসুমে তার চেয়ে বেশি গোল রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে আর কারোরই নেই।
আক্রমণভাগে চমক: রাফিনিয়া, ডেম্বেলে ও সালাহ
লামিনে ইয়ামাল এবং কিলিয়ান এমবাপেকে ছাড়া গড়া আক্রমণভাগে আছেন রাফিনিয়া, উসমান ডেম্বেলে এবং মোহাম্মদ সালাহ। দ্য অ্যাথলেটিক তাদের বর্ষসেরা ফুটবলার হিসেবে বেছে নিয়েছে রাফিনিয়াকে।
মাঠের বামপ্রান্তে তার উপস্থিতি নিশ্চিত হওয়ায় তিনি সেই পজিশনে জায়গা পেয়েছেন। ডানপ্রান্তে ইয়ামালের জায়গায় আছেন মিশরের তারকা মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে অসামান্য পারফরম্যান্সের সুবাদে দ্য অ্যাথলেটিক তাকে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের সম্মান দিচ্ছে।
আর সেন্টার ফরোয়ার্ডে রাখা হয়েছে পিএসজি তারকা উসমান ডেম্বেলেকে। ফ্রেঞ্চ লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে তার দাপুটে পারফরম্যান্স তাকে স্ট্রাইকার পজিশনে নিয়ে এসেছে, যদিও তার স্বাভাবিক অবস্থান রাইট উইঙ্গার হিসেবেই।
মিডফিল্ড ও রক্ষণভাগ
তিন মিডফিল্ডার হিসেবে অ্যাথলেটিকের স্কোয়াডে আছেন আর্সেনালের ডেকলান রাইস, পিএসজির ভিতিনহা এবং বার্সেলোনার পেদ্রি। মাঝমাঠ নিয়ে খুব একটা প্রশ্নের সুযোগ রাখেনি দ্য অ্যাথলেটিক, প্রত্যেকেই এই মৌসুমে নিজ নিজ দলের বড় ভরসা ছিলেন।
ডিফেন্সের ক্ষেত্রেও তারা প্রশ্নের অবকাশ রাখেনি। পিএসজির দুই ফুলব্যাক নুনো মেন্ডেস এবং আশরাফ হাকিমি আছেন নিজ নিজ পজিশনে। সেন্টারব্যাকে রাখা হয়েছে লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক ও ইন্টার মিলানের বাস্তোনিকে। আর গোলরক্ষক হিসেবে আছেন রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া।
দ্য অ্যাথলেটিকের বর্ষসেরা একাদশ
গোলরক্ষক: থিবো কোর্তোয়া
রক্ষণ: নুনো মেন্ডেস, বাস্তোনি, ভার্জিল ভ্যান ডাইক, আশরাফ হাকিমি
মধ্যমাঠ: ডেকলান রাইস, ভিতিনহা, পেদ্রি
আক্রমণভাগ: রাফিনিয়া, উসমান ডেম্বেলে, মোহাম্মদ সালাহ