বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনলাইন টিকিট বিক্রির কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে।
গতকাল মঙ্গলবার, (২৭ মে) বিকাল ৩টার পর বাফুফে অনুমোদিত টিকিট বিক্রির প্রতিষ্ঠান ‘টিকিফাই’ ওয়েবসাইটে প্রবেশ করে অনেক ফুটবলপ্রেমী টিকিট কাটতে পারেননি।
অথচ বাফুফে গত পরশু (২৬ মে) রাত ১০টা থেকে আবার টিকিট বিক্রি শুরুর কথা জানিয়েছিল। এই অচলাবস্থার মধ্যেই নাকি বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি হয়ে গেছে!
সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একই কথা জানিয়ে বাফুফে টিকিট বিক্রির কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে, যা টিকিট নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
এদিকে, বহুল প্রতীক্ষিত এই ম্যাচটির জন্য সবমিলিয়ে ৯টি ক্যাটাগরির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করেছে বাফুফে। যার মধ্যে সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা।
আর হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের প্রতি টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা করে। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি-২ ও ভিআইপি-৩ বক্সের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা।
স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩ হাজার টাকা। ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম ২ হাজার ৫০০ ও ক্লাব হাউজ-২ এর দাম ২ হাজার টাকা।
আপনার মতামত লিখুন :