বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অস্থিরতা তুঙ্গে। সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ গুঞ্জনে ক্রীড়াঙ্গন যখন সয়লাভ, ঠিক তখনই তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বোর্ডের ৮ পরিচালক।
যদিও আজ বৃহস্পতিবার ফারুক আহমেদ নিজেই জানিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না।
সম্প্রতি বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিসিবি সভাপতির পদে পরিবর্তন চান বলে উল্লেখ করার পর থেকেই তার পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়।
তবে এই গুঞ্জনের মধ্যেই তার বিরুদ্ধে ৮ পরিচালকের অনাস্থা চিঠি প্রেরণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির একটি বিশেষ সূত্র।
অনাস্থা পত্রে স্বাক্ষরকারী ৮ পরিচালক হলেন: নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন চৌধুরী, ইফতেখার রহমান মিঠু, মাহবুব উল আলম, কাজী ইনাম আহমেদ, মনজুর আলম ও সালাউদ্দিন চৌধুরী।
ফারুক আহমেদের বিরুদ্ধে অভিযোগ, ‘দায়িত্বপ্রাপ্তির সঙ্গে সঙ্গে বোর্ডের কমিটিসমূহ পুনর্গঠনের কথা থাকলেও দীর্ঘ ৫ মাস পর তিনি কমিটি পুনর্গঠন করেন।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বোর্ড সভাপতির স্বেচ্ছাচারিতা ও একক আধিপত্যের কারণে বেশিরভাগ পরিচালকই স্বাভাবিকভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিক ও স্বাধীনভাবে পরিচালনা করতে পারছেন না।’
চিঠিতে আরও বলা হয়েছে, ‘পরিচালনা পর্ষদের সদস্যদের পাশ কাটিয়ে সভাপতির এককভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ।
এবং একের পর এক দায়িত্বজ্ঞানহীন কাজ, একক আধিপত্য ও স্বেচ্ছাচারিতায় বিসিবির অভ্যন্তরে যেমন অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তেমনি দেশে ও বাইরে সুনাম ক্ষুণ্নসহ বাংলাদেশ ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হয়ে চলেছে।
এই ঘটনা বিসিবির অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং সামনের দিনগুলোতে কী ঘটে, সেদিকেই এখন সবার নজর।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন