বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। তার পরিবর্তে নতুন সভাপতি হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
সভাপতি পদ হারানোর পরদিন শুক্রবার (৩০ মে) সকালে ফারুককে নিয়ে অনলাইনে একটি তথ্যছড়িয়ে পড়ে। যেখানে বলা হয়েছে, ভোরে দেশত্যাগ করেছেন ফারুক।
তবে বিসিবির সদ্য সাবেক সভাপতি এই বিষয়ে বলেন, ‘আমার দেশত্যাগের তথ্যটি সম্পূর্ণ গুজব। একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
ফারুক বলেন, ‘আমি কোনো চোর না, বদমায়েশও না। কোনো অন্যায়ও করিনি। আমি কেন দেশ ত্যাগ করবো? আমি সসম্মানে দেশেই অবস্থান করছি।’
তিনি বলেন, ‘সরকার আমাকে নিয়োগ করেছে। আবার সরকারই আমাকে সরিয়েছে। কোনটা ঠিক, আর কোনটা ভুল; সেটা সরকারই ভালো বলতে পারবেন’।
গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ফারুকের কাছে বারবার ফোন আসতে থাকে। এতে বিরক্তও হন তিনি। ক্ষোভে বলেন, ‘আমার জীবনটা জাহান্নাম করে দিচ্ছে।’
গতকাল বৃহস্পতিবার সন্ধায় জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় পরিচালক পদে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়। সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এটি জানানো হয়।
গঠনতন্ত্র অনুসারে, এনএসসি কোটায় পরিচালক পদ হারানোয় আপনা-আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির গদিও উল্টে যায় ফারুকের।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন