লন্ডনের ওভাল স্টেডিয়ামে আজকের নির্ধারিত ম্যাচটি নির্দিষ্ট সময়ে শুরু হচ্ছে না। তবে আবহাওয়ার কারণে নয়, বরং রাজধানী লন্ডনের যানজটই কাল হয়েছে।
আজ মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে যানজটের কারণে ওয়েস্ট ইন্ডিজ দল সময়মতো মাঠে পৌঁছাতে পারেনি।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘খেলোয়াড়দের একটি দলের নির্ধারিত সময়মতো স্টেডিয়ামে পৌঁছাতে বিলম্ব হওয়ায় খেলা নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না।
তারা বর্তমানে নদীর উত্তর দিকের ভয়াবহ যানজটে আটকে আছেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই দলের সব সদস্য মাঠে পৌঁছানোর পর ম্যাচ কর্মকর্তারা পরবর্তী সময়সূচি নির্ধারণ করবেন। এবং খেলায় কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে আলোচনা করবেন।
খেলার সময়সূচি সম্পর্কে দর্শকদের যথাসম্ভব দ্রুত জানানো হবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীরা মজার ছলে মন্তব্য করছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দল যদি লন্ডনারদের মতো আগে বের হতো, তবে এমনটা হতো না।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন