জার্মান প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎস বায়ার লেভারকুসেন ছেড়ে দুই হাজার কোটি টাকায় ইংলিশ ক্লাব লিভারপুলে যোগ দিতে চলেছেন।
শুরুতে রিয়াল মাদ্রিদে তার যোগদানের জোরালো গুঞ্জন থাকলেও, শেষ পর্যন্ত ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো ভির্টৎসের লিভারপুলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ভাঙার সম্ভাবনা তৈরি হয়েছে।
জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেওয়ার পর ধারণা করা হয়েছিল, লুকা মদরিচের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ভির্টৎস তার সাবেক কোচের পথ ধরে মাদ্রিদেই পাড়ি জমাবেন।
কিন্তু ফুটবল দলবদলে শেষ কথা বলার সুযোগ থাকে না, যতক্ষণ না চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ভির্টৎসের ক্ষেত্রেও তাই হয়েছে, তার গন্তব্য বদলে গেছে।
বিবিসি, সিএনএন এবং দ্য টাইমস-সহ একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লিভারপুল ফ্লোরিয়ান ভির্টৎসের জন্য ১১ কোটি ৬০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা) খরচ করতে সম্মত হয়েছে।
এর মধ্যে ১০ কোটি পাউন্ড নিশ্চিতভাবে পরিশোধ করা হবে, এবং বাকি ১ কোটি ৬০ লাখ পাউন্ড ‘অ্যাড-অনস’ বা কিছু শর্ত পূরণের ভিত্তিতে দেওয়া হবে।
লিভারপুলের প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে সাফল্যের ওপর এই ‘অ্যাড-অনস’ নির্ভর করবে।
এই শর্তগুলো পূরণ হলেই ভির্টৎসের দলবদল ব্রিটিশ রেকর্ডে পরিণত হবে।
 বর্তমানে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড চেলসির দখলে। ২০২৩ সালে তারা আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে বেনফিকা থেকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে দলে নিয়েছিল।
বর্তমানে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড চেলসির দখলে। ২০২৩ সালে তারা আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে বেনফিকা থেকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে দলে নিয়েছিল।
একই বছরে চেলসি ব্রাইটনের মিডফিল্ডার মইসেস কাইসেদোকে প্রাথমিক ১০ কোটি পাউন্ডে দলে নেয়, যা সর্বোচ্চ ১১ কোটি ৫০ লাখ পাউন্ড পর্যন্ত বাড়তে পারে।
তাই ভির্টৎসের দলবদলের চূড়ান্ত ফি ব্রিটিশ রেকর্ড ভাঙবে কি না, তা জানতে কিছুটা অপেক্ষা করতে হবে, মূলত অ্যাড-অনস কার্যকর হলেই তা সম্ভব হবে।
তবে ব্রিটিশ রেকর্ড ভাঙুক বা না ভাঙুক, এই দলবদল নিশ্চিতভাবে লিভারপুলের ক্লাব রেকর্ড ভেঙে দেবে। এর আগে লিভারপুলের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন উরুগুয়ের ফরোয়ার্ড দারউইন নুনিয়েজ, যাকে বেনফিকা থেকে ৬ কোটি ৪০ লাখ পাউন্ডে (সর্বোচ্চ ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পর্যন্ত বাড়তে পারে) কিনেছিল লিভারপুল।
২০১৮ সালে ভার্জিল ভ্যান ডাইককে সাউদাম্পটন থেকে ৭ কোটি ৫০ লাখ পাউন্ডে আনা হয়েছিল। তাই ভির্টৎসের আনুষ্ঠানিক চুক্তি সই হলে তিনিই হবেন লিভারপুলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়।
২২ বছর বয়সী ফ্লোরিয়ান ভির্টৎস বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ডারদের একজন। মাত্র ১৭ বছর বয়সে বায়ার লেভারকুসেনের হয়ে তার যাত্রা শুরু হয়।
কোচ জাবি আলোনসোর অধীনেই তিনি নিজেকে একজন বিশ্বমানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলেন। লেভারকুসেনের হয়ে ১৯৭ ম্যাচে তিনি ৫৭টি গোল করেছেন।
২০২৪ সালে তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ক্লাবটি প্রথমবারের মতো অপরাজিত বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করে।
২০২১ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়ার পর থেকে জার্মান জাতীয় দলের হয়ে ভির্টৎস ৩১ ম্যাচে ৭টি গোল করেছেন। সাধারণত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেললেও, ইনভার্টেড উইঙ্গার হিসেবেও তিনি দারুণ কার্যকর।
তার আগমন লিভারপুলের মিডফিল্ডে শক্তি বাড়াবে বলে আশা করা হচ্ছে।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন