লর্ডসের ফাইনালের মতো এক বিশাল মঞ্চে চোখ ধাঁধানো সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসে নিজের নাম খোদাই করলেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটার এইডেন মার্করাম।
এটি তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। তবে এই সেঞ্চুরিটি তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, কারণ তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটার হিসেবে যেকোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন।
এই সেঞ্চুরির মাধ্যমে মার্করাম সেই ১৪ জন খেলোয়াড়ের তালিকায় যুক্ত হলেন, যারা ক্রিকেটের তিন ফরম্যাটের সর্বোচ্চ বৈশ্বিক প্রতিযোগিতার ফাইনালে সেঞ্চুরি করেছেন।
সব মিলিয়ে এই ১৪ জন ব্যাটসম্যান ফাইনালের মঞ্চে ১৫টি সেঞ্চুরি করেছেন।
এর আগে যেকোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল মাত্র ৬১। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই রান করেছিলেন প্রয়াত হ্যান্সি ক্রনিয়ে।
দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মার্করাম সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করলেন। তার এই ঐতিহাসিক ইনিংস প্রোটিয়া ক্রিকেটকে এক নতুন অধ্যায়ের সূচনা এনে দিল।
ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরিয়ান
ক্লাইভ লয়েড: ওয়েস্ট ইন্ডিজ (২১ জুন ১৯৭৫): রান: ১০২ (অস্ট্রেলিয়ার বিপক্ষে)
টুর্নামেন্ট: ১৯৭৫ বিশ্বকাপ ফাইনাল
ভিভ রিচার্ডস: ওয়েস্ট ইন্ডিজ (২৩ জুন ১৯৭৯) রান: ১৩৮* (ইংল্যান্ডের বিপক্ষে)
টুর্নামেন্ট: ১৯৭৯ বিশ্বকাপ ফাইনাল
অরবিন্দ ডি সিলভা: শ্রীলঙ্কা (১৭ মার্চ ১৯৯৬) রান: ১০৭* (অস্ট্রেলিয়ার বিপক্ষে)
টুর্নামেন্ট: ১৯৯৬ বিশ্বকাপ ফাইনাল
রিকি পন্টিং: অস্ট্রেলিয়া (২৩ মার্চ ২০০৩) রান: ১৪০* ( ভারতের বিপক্ষে)
টুর্নামেন্ট: ২০০৩ বিশ্বকাপ ফাইনাল
অ্যাডাম গিলক্রিস্ট: অস্ট্রেলিয়া (২৮ এপ্রিল ২০০৭) রান: ১৪৯ (শ্রীলঙ্কার বিপক্ষে)
টুর্নামেন্ট: ২০০৭ বিশ্বকাপ ফাইনাল
মাহেলা জয়াবর্ধনে: শ্রীলঙ্কা (২ এপ্রিল ২০১১) রান: ১০৩* (ভারতের বিপক্ষে)
টুর্নামেন্ট: ২০১১ বিশ্বকাপ ফাইনাল

ট্র্যাভিস হেড: অস্ট্রেলিয়া (১৯ নভেম্বর ২০২৩) রান: ১৩৭ (ভারতের বিপক্ষে)
টুর্নামেন্ট: ২০২৩ বিশ্বকাপ ফাইনাল
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি/নকআউট ট্রফি ফাইনালে সেঞ্চুরিয়ান
ফিলো ওয়ালেস: ওয়েস্ট ইন্ডিজ (১ নভেম্বর ১৯৯৮) রান: ১০৩ (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে)
টুর্নামেন্ট: ১৯৯৮ আইসিসি নকআউট ট্রফি ফাইনাল
ক্রিস কেয়ার্নস: নিউজিল্যান্ড (১৫ অক্টোবর ২০০০) রান: ১০২* (ভারতের বিপক্ষে)
টুর্নামেন্ট: ২০০০ আইসিসি নকআউট ট্রফি ফাইনাল
সৌরভ গাঙ্গুলী: ভারত (১৫ অক্টোবর ২০০০) রান: ১১৭ (নিউজিল্যান্ডের বিপক্ষে)
টুর্নামেন্ট: ২০০০ আইসিসি নকআউট ট্রফি ফাইনাল (এই ম্যাচে দুইটি সেঞ্চুরি হয়েছিল, একটি ক্রিস কেয়ার্নসেরও)
শন পোলক: দক্ষিণ আফ্রিকা (২৯ সেপ্টেম্বর ২০০২ (যৌথ বিজয়) রান: ১৩০ (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)
টুর্নামেন্ট: ২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল (ফাইনাল ম্যাচ দুইবার বৃষ্টিতে ভেসে যাওয়ায় শ্রীলঙ্কা ও ভারত যৌথ চ্যাম্পিয়ন হয়, তবে গ্রুপ পর্ব ও সেমিফাইনালে সেঞ্চুরি হয়েছে)

ক্রিস গেইল: ওয়েস্ট ইন্ডিজ: (৭ সেপ্টেম্বর ২০০৬) রান: ১০৪* (ইংল্যান্ডের বিপক্ষে)
টুর্নামেন্ট: ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল
শেন ওয়াটসন: অস্ট্রেলিয়া (৫ অক্টোবর ২০০৯) রান: ১০৫* ( নিউজিল্যান্ডের বিপক্ষে)
টুর্নামেন্ট: ২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল
ফখর জামান: পাকিস্তান (১৮ জুন ২০১৭) রান: ১১৪ (ভারতের বিপক্ষে)
টুর্নামেন্ট: ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
ট্র্যাভিস হেড: অস্ট্রেলিয়া (৭-১১ জুন ২০২৩) রান: ১৬৩ ( ভারতের বিপক্ষে) 
টুর্নামেন্ট: ২০২৩ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এখন পর্যন্ত কোনো খেলোয়াড় সেঞ্চুরি করেননি। সর্বোচ্চ ব্যক্তিগত রান ৮৫* (মারলন স্যামুয়েলস)।
অপরদিকে সবশেষ এইডেন মার্করাম ২০২৩-২৫ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অংশ হিসেবে তার সেঞ্চুরিটি হাঁকিয়েছেন।

 
                             
                                    



 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন