জাতীয় দলের বাহিরে থেকে সম্প্রতি বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। এর মাঝেই যুক্তরাষ্ট্রে একটি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিশ্বসেরা এই অলরাউন্ডার কথা বলেছেন তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে সম্পর্ক নিয়ে।
সাকিবের বক্তব্যে স্পষ্ট হয়েছে, মাঠের বাইরের ব্যক্তিগত সম্পর্কের চেয়ে এখন পেশাদারিত্বকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
সাকিব বলেন, অনূর্ধ্ব-১৯ থেকে আমি তামিম আর মুশফিক ভাইয়ের সাথে খেলেছি। আমরা ২০-২৫ বছর ক্রিকেট খেলেছি, অনেক ঘনিষ্ঠ। সেদিক থেকে আমি বলব আমরা ক্রিকেটে সবচেয়ে বেশি সময় একসাথে কাটিয়েছি। তারাও আমার ভালো বন্ধু।
প্রায় একই সময়ে জাতীয় দলে এসেছিলেন মুশফিক, তামিম ও সাকিব। বিশেষ করে তামিম ও সাকিবের মাঠের ভেতরের রসায়ন এবং মাঠের বাইরের বন্ধুত্ব ছিল একসময় ক্রিকেটপ্রেমীদের আলোচনার বিষয়।
তবে সাম্প্রতিক সময়ে সেই উষ্ণ সম্পর্কে কিছুটা ভাটা পড়েছে বলে গুঞ্জন। এ বিষয়ে সাকিব জানান, কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো কঠিন। ক্রিকেটের বাইরে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো উচিত।
ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে। কিন্তু ক্রিকেটের বাইরে আমার এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে, যাদের আমি বিশ্বাস করতে পারি।
তিনি আরও যোগ করেন, এই বয়সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। যে বন্ধুকে আপনি বিশ্বাস করতে পারেন সেই আপনার বেস্ট ফ্রেন্ড।
সাকিব তার সতীর্থ রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে নিয়েও খোলামেলা কথা বলেছেন। তাদের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো উল্লেখ করে সাকিব বলেন, আমি সম্ভবত রুবেল হোসেনের নাম বলব।
আমাদের দারুণ সময় কেটেছে। ক্রিকেটের বাইরে রুবেল, তাসকিনসহ আমরা অনেক মজা করে সময় পার করেছি।
আপনার মতামত লিখুন :