২০২৬ সালের বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই লক্ষ্যে তারা মাঠে নামবে এক নতুন জার্সিতে, যা একসাথে স্মরণ করিয়ে দেবে অতীতের গৌরবময় অধ্যায় এবং বর্তমানের আধুনিকতার ছোঁয়া।
সম্প্রতি ফুটি হেডলাইনস ও ওপালিক-এর মাধ্যমে ফাঁস হওয়া তথ্যমতে, নতুন হোম জার্সিতে থাকছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী স্কাই-ব্লু ও সাদা রঙের সমন্বয়।
তবে এ বারের নকশা আরও অভিনব। প্রতিটি নীল রঙের স্ট্রাইপে থাকছে হালকা থেকে গাঢ়ে রঙ পরিবর্তনের গ্রেডিয়েন্ট। যা জার্সিতে দৃশ্যমান বৈচিত্র্য যোগ করেছে।
কাঁধ ও হাতার প্রান্তে গাঢ় নেভি রঙের অ্যাকসেন্ট দেওয়া হয়েছে, যা পুরো জার্সিকে দিয়েছে পরিপূর্ণতা।
সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের তিনটি স্মরণীয় বছর ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ এই জার্সির ডিজাইনের পেছনে মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
সেই তিনটি বিশ্বজয়ের স্বীকৃতিস্বরূপ আর্জেন্টিনা ক্রেস্টের ওপরে বসানো হয়েছে তিনটি স্বর্ণখচিত তারা।
জার্সির প্রাথমিক মেকআপে দেখা গেছে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে, যিনি ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে বিশ্বজয় এনে দিয়েছিলেন।
তবে ২০২৬ সালের বিশ্বকাপে তিনি এই জার্সি গায়ে মাঠে নামবেন কি না, তা এখনও অনিশ্চিত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, আমি এটা নিয়ে ভাবি, তবে এখনই কোনো লক্ষ্য স্থির করছি না। শারীরিকভাবে কেমন অনুভব করছি, সেটাই মুখ্য। আমি নিজেকে নিয়ে সৎ থাকার চেষ্টা করি।
তবে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আশা, ২০২৬ সালের বিশ্বকাপে হয়তো শেষবারের মতো দেখা যাবে মেসিকে তার দেশের জার্সিতে বিশ্বমঞ্চে।
আপনার মতামত লিখুন :