ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের আগে এক ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেল রিয়াল মাদ্রিদ। নিউওয়ার্কের উদ্দেশে বিমান উড্ডয়নের পর একের পর এক বিপত্তিতে পড়তে হয় স্প্যানিশ ক্লাবটিকে, যার জেরে তাদের পূর্বনির্ধারিত সময়সূচিও পাল্টে যায়।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এই ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোতে রিয়ালের সবচেয়ে অস্বস্তিকর ভ্রমণগুলির একটি বলে আখ্যায়িত করেছে। মার্কা জানিয়েছে, পিএসজির বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শেষ করে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা নিউওয়ার্কের উদ্দেশে যাত্রা শুরু করেন।
শুরুটা পরিকল্পনামতোই হলেও দ্রুতই পরিস্থিতি খারাপ হতে থাকে। প্রথমে ঝড়ের কারণে ফ্লাইট প্রায় দেড় ঘণ্টা বিলম্বিত হয়।
ফ্লাইটের এই বিলম্বের কারণে দলের সময়সূচিও এলোমেলো হয়ে যায়। থিবো কোর্তোয়া, ফেদে ভালভের্দে ও জাকোবো র্যামনের জন্য নির্ধারিত মিক্সড জোন এবং জাবি আলোনসোর সংবাদ সম্মেলনের সময় যথাক্রমে ভোর ৫টা ১৫ মিনিট ও ভোর ৫টা ৩০ মিনিট থাকলেও ফ্লাইট ছাড়তে দেরি হওয়ায় সব ওলটপালট হয়ে যায়।
বাংলাদেশ সময় ভোর ৪টা ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদ জানায়, তারা তখনও বিমানের ভেতরেই আছে। নিউওয়ার্ক বিমানবন্দরে রানওয়ে খালি না থাকায় বিমানটি তখন আকাশেই চক্কর দিচ্ছিল।
প্রথমে ভার্জিনিয়া, পরে নিউ ইয়র্কের কাছাকাছি অ্যালেনটাউনে অবতরণের চেষ্টা করা হয়। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ ফিফাকে তাদের মিডিয়া ইভেন্ট বাতিলের অনুরোধ জানায় এবং ফিফা এতে সম্মতি দেয়।
এদিকে, ভোর ৫টায় পিএসজি কোচ লুইস এনরিকের সংবাদ সম্মেলন শুরু হয়। ৩০ মিনিট পর এক সাংবাদিক তাকে রিয়ালের পরিস্থিতি সম্পর্কে জানান।
এনরিকের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর ফিফা কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে জাবি আলোনসোর নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিলের ঘোষণা দেন।
বাংলাদেশ সময় সকাল ৬টা ৫৩ মিনিটে রিয়ালের বিমানটি নিউ ইয়র্কে অবতরণ করতে সক্ষম হয়। অর্থাৎ নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর রিয়ালের স্কোয়াড নিউ ইয়র্কে পৌঁছায়।
আপনার মতামত লিখুন :