চতুর্থ টেস্টের প্রথম দিনেই বড় ধাক্কা খেলো টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুতেই পায়ের চোটে মাঠ ছাড়েন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত।
ঘটনাটি ঘটে বুধবার (২৩ জুলাই), যখন ইংলিশ পেসার ক্রিস ওকস একটি দ্রুত গতির ইয়র্কার ছুঁড়ে দেন। পন্ত সেই বলটি ‘নো-লুক সুইপ’ করতে গিয়ে ব্যর্থ হন।
এবং বলটি সোজা গিয়ে আঘাত করে তার ডান পায়ের বুড়ো আঙুলের নিচে। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে ওঠেন পন্ত এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন।
এ বিষয়ে ভারতের সংবাদমাধ্যম The Indian Express জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় তার পায়ের বুড়ো আঙুলে চিড় ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শে তাকে অন্তত ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
এদিকে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং আশঙ্কা করেছিলেন, এটি মেটাটারসাল ইনজুরি হতে পারে।

কারণ বল লাগার পরপরই পায়ের যে অংশে ফুলে ওঠে, সেটি সাধারণত মেটাটারসাল হাড়ের অংশ।
মেটাটারসাল ইনজুরি কী?
মানবদেহে পায়ের পাতায় পাঁচটি মেটাটারসাল হাড় থাকে, যেগুলো আঙুল থেকে গোড়ালির মাঝামাঝি পর্যন্ত বিস্তৃত। দ্রুত গতির কোনো বল বা ওজনদার কিছু যদি এই হাড়ের উপর সরাসরি আঘাত করে, তবে তা সহজেই ভেঙে যেতে পারে।
এই ধরনের চোট হলে পা মাটি স্পর্শ করাতেও ব্যথা হয়, এবং হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এই ইনজুরি খেলোয়াড়দের জন্য কতটা ভয়ংকর?
ক্রিকেটারদের জন্য এই ইনজুরি বেশ বিপজ্জনক। কারণ ছয় সপ্তাহ বিশ্রামের পরও সম্পূর্ণ পুনর্বাসনের জন্য আরও কয়েক সপ্তাহ সময় লাগে।

ফলে এটি শুধু একটি সিরিজ থেকেই নয়, বরং বড় কোনো আসর থেকেও একজন খেলোয়াড়কে ছিটকে দিতে পারে।
ঋষভ পন্ত এর আগেও মারাত্মক গাড়ি দুর্ঘটনার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। এবার নতুন করে এই ইনজুরি আবারও তার ফর্মে ফেরার পথ কঠিন করে তুলল।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন