দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সম্প্রতি ওয়ানডে সিরিজ জয়ের পর ত্রিদেশীয় সিরিজেও দাপট বজায় রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ হারারেতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়া যুবাদের মাত্র ১২৮ রানে অলআউট করে দেয়ে বাংলাদেশ।
বিশেষ করে এদিন ডানহাতি পেসার আল ফাহাদ তার বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা করে তুলেন দক্ষিণ আফ্রিকাকে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু বাংলাদেশের বোলারদের সামনে তারা দাঁড়াতেই পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ফেলে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন আরমান মানাক।
বাংলাদেশের পক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন আল ফাহাদ, যিনি ৩২ রান খরচ করে একাই ৪টি উইকেট শিকার করেন। নতুন বলে তার সুইং ও গতি প্রোটিয়া ব্যাটসম্যানদের রীতিমতো নাভিশ্বাস তুলে দেয়।
ফাহাদের উইকেট উৎসবের পর যোগ দেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। তিনি ৪ রান করা জেসন রোলসকে বোল্ড করে প্রোটিয়াদের ২৫ রানেই ৩ উইকেট ফেলে দেন।
এই ধ্বংসস্তূপ থেকে দক্ষিণ আফ্রিকা আর ঘুরে দাঁড়াতে পারেনি। পল জেমস এবং আমান মানাক কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও, কেউই ইনিংস লম্বা করতে পারেননি এবং দুজনেই ২০ রানের ঘরে থেমে যান।
আপনার মতামত লিখুন :