২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জৌলুশময় শহর লাস ভেগাসে। মঙ্গলবার ইএসপিএন ও মেক্সিকোর ক্রীড়াভিত্তিক চ্যানেল টিইউডিএন এ খবরটি নিশ্চিত করেছে।
এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ডসংখ্যক ৪৮টি দল। ড্রয়ের মাধ্যমে ১২টি গ্রুপে ভাগ করে দেওয়া হবে দলগুলোকে, প্রত্যেক গ্রুপে থাকবে চারটি করে দল।
৫ ডিসেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত হতে যাওয়া এই ড্র অনুষ্ঠানটি হতে পারে ‘দ্য স্ফিয়ার’ নামের অত্যাধুনিক মাল্টিমিডিয়া অডিটোরিয়ামে—এমনটাই জানিয়েছে ইএসপিএন।
২০২৩ সালে চালু হওয়া দ্য স্ফিয়ার ১৭,৫০০ আসনের একটি অডিটোরিয়াম, যার অন্যতম বৈশিষ্ট্য হলো এর ৫৪,০০০ বর্গমিটারের সুবিশাল স্ক্রিন।
প্রযুক্তিনির্ভর এই ভেন্যুটি দর্শকদের জন্য এক ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করে এবং বিশ্বকাপের মতো গ্লোবাল ইভেন্টের জন্য এটিকে আদর্শ মনে করা হচ্ছে।
তবে দৃষ্টিনন্দন এই শহর লাস ভেগাস বিশ্বকাপের কোনো ম্যাচ আয়োজনে অংশ নিচ্ছে না। ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপেও একই ঘটনা ঘটেছিল।
সেবারও ড্র অনুষ্ঠিত হয়েছিল লাস ভেগাসে, কিন্তু শহরটি টুর্নামেন্টের আয়োজক শহর হিসেবে নির্বাচিত হয়নি। এবারও ঠিক একই রকম চিত্র দেখা যাচ্ছে।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। নতুন ফরম্যাটে এই বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে থাকছে অধিকসংখ্যক ম্যাচ ও বৈশ্বিক প্রতিনিধিত্ব।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন