টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট আজ থেকে শুরু হচ্ছে। প্রথম ম্যাচে ডারউইনে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
সিরিজটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সেই শঙ্কা কেটে গেছে।
বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
একই সঙ্গে পুরো সিরিজটি লাইভ দেখা যাবে অস্ট্রেলিয়ার সেভেন প্লাস স্পোর্টসে। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে আরও আটটি সম্প্রচারমাধ্যমের মাধ্যমে টুর্নামেন্টটি দেখা যাবে।
গত বছর এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়ে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ। এবার শিরোপার লক্ষ্য নিয়েই ডারউইনে পৌঁছেছে দলটি। দলে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার নাঈম শেখ ও সাইফ হাসানের পাশাপাশি প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা।
স্পিন বিভাগে নাঈম হাসান এবং পেস বিভাগে হাসান মাহমুদ ও রিপন মন্ডলের মতো নামগুলো দলকে শক্তিশালী করেছে।
বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচের সময়সূচি:
১৪ আগস্ট: পাকিস্তান ‘এ’
১৬ আগস্ট: নেপাল
১৭ আগস্ট: পার্থ স্কোরচার্স
১৯ আগস্ট: নর্দার্ন টেরিটরি স্ট্রাইক
২১ আগস্ট: মেলবোর্ন স্টার্স
২৩ আগস্ট: এডিলেড স্ট্রাইকার্স
লিগ পর্ব শেষে ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন