রাজনৈতিক কারণে পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায়, আসন্ন এশিয়া কাপ হকির ১২তম আসরে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ২৯-শে আগস্ট ভারতের রাজগিরে শুরু হবে এই টুর্নামেন্ট।
পাকিস্তান নাম প্রত্যাহার করার পর, এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) এবং আয়োজক ভারত সোমবার বাংলাদেশের হকি ফেডারেশনকে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়। এই আমন্ত্রণ পেয়েই দ্রুত সম্মতি জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক, লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানান, আমরা সোমবার দুপুর সাড়ে ১২টার পর ভারত এবং এএইচএফ-এর কাছ থেকে আমন্ত্রণ পেয়েছি এবং খেলতে সম্মতিও জানিয়েছি।
দ্রুতই আমরা টুর্নামেন্টে অংশগ্রহণের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবো।
যদিও পাঁচ দিন ধরে বাংলাদেশ হকি দল একটি অনুশীলন ক্যাম্প পরিচালনা করছে, তবে এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রস্তুতি এবং ভিসা প্রক্রিয়া। এত কম সময়ে ভারতীয় ভিসা পাওয়া বেশ সময়সাপেক্ষ।
এ বিষয়ে রিয়াজুল হাসান বলেন, আমরা আজ-কালের মধ্যে জিও (সরকারি আদেশ) পেয়ে যাব বলে আশা করছি। অনলাইনে ভিসার জন্য আবেদন করা হবে এবং ভারত ও এশিয়ান হকি ফেডারেশন উভয়ই ভিসার ব্যাপারে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।
১৯৮২ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপের প্রতিটি আসরেই বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এবার এএইচএফ কাপের ফাইনালে উঠতে না পারায় সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি সোহানুর রহমান-পুষ্কর খিসারারা।
তবে তৃতীয় অবস্থানে থাকায়, পাকিস্তানের অনুপস্থিতি বাংলাদেশের জন্য সুযোগের দরজা খুলে দেয়।
২৯শে আগস্ট থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান এবং চাইনিজ তাইপে—এই আটটি দল অংশ নেবে। এশিয়া কাপে দক্ষিণ কোরিয়া সবচেয়ে সফল দল, তারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন