বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মতিঝিলে নিজেদের সুসজ্জিত ভবন থাকার পরেও লাখ টাকা খরচ করে কার্যনির্বাহীর সভা করল শহরের বাইরে। পিকনিকের মতো করে তিন শ ফিটের সংলগ্ন ‘দ্য ম্যাড ফার্ম’ নামের এক রিসোর্টে।
বাফুফে কর্মকর্তাদের এমন বিলাসবহুল ভেন্যুতে সভা করার কারণ নিয়ে এখনো কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে বিভিন্ন মাধ্যমে জানা গেছে, এমন বিলাসবহুল রিসোর্টে সভার আয়োজন করতে বাফুফের খরচ হয়েছে লাখ টাকারও বেশি।
আরও জানা গেছে, লাখ টাকা খরচে এই সভায় আসেনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার মানে লাখ টাকা খরচে সভার ফলাফল ‘শূন্য’।
তবে এদিকে সবচেয়ে হতাশার খবর হলো, গত বছরের সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে পুরস্কার হিসেবে দেড় কোটি টাকা দেওয়ার ঘোষণা দেওয়ার দেড় বছর পার হলেও এখনো তা দিতে সক্ষম হয়নি বাফুফে।
নারী খেলোয়াড়দের পুরস্কার, বেতন নিয়ে তালবাহানা করা বাফুফেই লাখ টাকা খরচে সভা করে বেড়ায় দেশের নামিদামি রিসোর্টে। তখনই অনেকের মনে প্রশ্ন জাগে সভায় লাখ টাকা ব্যয়ের সময় টাকা পায় কোথায় বাফুফে।
যারা গত দেড় বছরেও পারেনি নারী খেলোয়াড়দের ঘোষণাকৃত পুরস্কারের অর্থ পরিশোধ করতে, তারাই করে রিসোর্টে সভা।
এ বিষয়ে বাফুফের মিডিয়া কমিটির সভাপতি আমিরুল ইসলাম বলেন, ‘আমাদের মেয়েরা দেশের বাইরে আছে, তারা দেশে ফিরলে আলাপ-আলোচনা করে পুরস্কারের অর্থ বুঝিয়ে দেওয়া হবে।’
এদিকে, এই সভায় নির্দিষ্ট করে দেশের ফুটবলের অগ্রগতির লক্ষ্যে কোনো সিদ্ধান্ত হয়নি। শুধু হয়েছে সভার আড়ালে পিকনিকের আমেজ।