সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৩:২৫ পিএম

চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটের ড্র যেদিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৩:২৫ পিএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ছবি- সংগৃহীত

ফুটবলপ্রেমীদের জন্য আবারও ফিরে আসছে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ২০২৫/২৬ মৌসুমের এই আসর নতুন ফরম্যাট আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে।

বিশ্বের সেরা ক্লাবগুলোর মধ্যে শ্রেষ্ঠত্বের এই লড়াই দেখতে দর্শকরা প্রস্তুত হচ্ছেন।

বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে। ওসমান ডেম্বেলে ও লুইস এনরিকের মতো তারকাদের নিয়ে গঠিত দলটি নিজেদের শিরোপা ধরে রাখতে মরিয়া।

তবে ইউরোপের অন্য সব সেরা দলও এই মর্যাদাপূর্ণ ট্রফি জেতার জন্য সমানভাবে বদ্ধপরিকর।

নতুন ফরম্যাট ও ড্রয়ের সময়

২০২৫/২৬ মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগের ফরম্যাটে এসেছে বড় পরিবর্তন। এবার আর আগের মতো গ্রুপ স্টেজ থাকবে না। প্রতিটি দল একটি লিগ পর্বে খেলবে, যেখানে তারা মোট ৮টি ম্যাচ খেলবে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে।

এর মধ্যে ৪টি ম্যাচ হবে নিজেদের মাঠে এবং বাকি ৪টি হবে প্রতিপক্ষের মাঠে। এই ৮টি ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ লিগ টেবিল তৈরি হবে।

এই নতুন ফরম্যাটের ড্র অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট, ২০২৫। যা বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায় (সম্ভাব্য) শুরু হবে।

নতুন ফরম্যাটের নিয়মাবলী

লিগ পর্ব: প্রতিটি দল মোট ৮টি ম্যাচ খেলবে।

সরাসরি রাউন্ড অব ১৬: লিগ টেবিলের শীর্ষ ৮টি দল সরাসরি নকআউট পর্বে, অর্থাৎ রাউন্ড অব ১৬-তে খেলার যোগ্যতা অর্জন করবে।

প্লে-অফ: যারা ৯ম থেকে ২৪তম স্থানে থাকবে, তাদের মধ্যে প্লে-অফ অনুষ্ঠিত হবে। এই প্লে-অফের বিজয়ীরা রাউন্ড অব ১৬-তে খেলার সুযোগ পাবে।

ফাইনাল: এবারের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে, ২০২৬ তারিখে হাঙ্গেরির বুদাপেস্টে অবস্থিত পুশকাস অ্যারেনাতে।

২০২৫/২৬ মৌসুমের যোগ্য দলসমূহ

ফ্রান্স: পিএসজি, অলিম্পিক মার্সেই, মোনাকো

স্পেন: বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল, অ্যাথলেটিক ক্লাব

ইংল্যান্ড: লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল, টটেনহ্যাম, নিউক্যাসেল

জার্মানি: বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার লেভারকুসেন, এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট

ইতালি: ইন্টার, জুভেন্টাস, আটালান্টা, নাপোলি

অন্যান্য: পিএসভি আইন্দহোভেন, আয়াক্স (নেদারল্যান্ডস), স্পোর্টিং লিসবন (পর্তুগাল), অলিম্পিয়াকোস (গ্রিস), স্লাভিয়া প্রাহা (চেক প্রজাতন্ত্র), গালাতাসারাই (তুরস্ক), ইউনিয়ন সেন্ট-গিলোইস (বেলজিয়াম)।

রূপালী বাংলাদেশ

Link copied!