বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৩:২৮ পিএম

আজ রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৩:২৮ পিএম

উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ছবি- সংগৃহীত

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগ (ইউসিএল) আবারও ফিরে এসেছে। নতুন ফরম্যাটে শুরু হওয়া এই টুর্নামেন্টের লিগ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আজ, বৃহস্পতিবার, বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোয়।

এই ড্রয়ের মাধ্যমেই নির্ধারিত হবে ৩৬টি দল লিগ পর্বে কার বিপক্ষে খেলবে।

নতুন ফরম্যাট, নতুন নিয়ম

গত মৌসুম থেকে ইউসিএলের ফরম্যাটে বেশকিছু বড় পরিবর্তন এসেছে। দল সংখ্যা ৩২ থেকে বেড়ে হয়েছে ৩৬ এবং গ্রুপ পর্বের বদলে চালু হয়েছে একক লিগ পর্ব।

প্রতিটি দল আটটি ম্যাচ খেলবে, চারটি নিজেদের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে। এই আট প্রতিপক্ষকে চারটি পট থেকে নির্বাচন করা হবে, যেখানে প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ থাকবে।

ড্রয়ের জন্য ৩৬টি দলকে চারটি পটে ভাগ করা হয়েছে, যা উয়েফার কো-এফিশিয়েন্ট র‌্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে।

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ছাড়াও পট-১-এ আছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুসিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা।

ড্র প্রক্রিয়াটি হবে আংশিকভাবে ম্যানুয়াল এবং আংশিকভাবে ডিজিটাল।

প্রথম পট: প্রথমে প্রথম পট থেকে একটি দলের নাম ম্যানুয়ালি তোলা হবে। এরপর একটি বিশেষায়িত সফটওয়্যার মুহূর্তের মধ্যে সেই দলের জন্য আটটি প্রতিপক্ষ নির্বাচন করে দেবে।

স্বয়ংক্রিয় নির্বাচন: এই সফটওয়্যার শুধু প্রতিপক্ষই নয়, কোন দলের সঙ্গে ‘হোম’ এবং কোন দলের সঙ্গে ‘অ্যাওয়ে’ ম্যাচ হবে, সেটাও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করবে।

পর্যায়ক্রমে ড্র: একইভাবে, বাকি তিনটি পটের দলগুলোর প্রতিপক্ষও এই স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারিত হবে।

ড্রতে কিছু বিশেষ নিয়ম মানা হবে

একই দেশের ক্লাব নয়: একই দেশের দুটি ক্লাব লিগ পর্বে একে অপরের মুখোমুখি হবে না।

সর্বোচ্চ দুটি ক্লাব: একটি দল অন্য কোনো একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলতে পারবে।

এই শর্তগুলো মেনে নিয়েই সফটওয়্যার প্রতিটি দলের প্রতিপক্ষ চূড়ান্ত করবে। গত রাতে প্লে-অফ পেরিয়ে আসা ক্লাব ব্রুগ, কারাবাগ, বেনফিকা ও কোপেনহেগেনের মতো দলগুলো যুক্ত হওয়ায় এবারের আসর আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!