ইস্তাম্বুলের মাঠে রোববার রাতে তুর্কিদের গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের চাওয়াকে সম্মান জানিয়ে আগের ম্যাচের চেয়েও ভালো খেলার চ্যালেঞ্জ নিয়েছিল তার শিষ্যরা এবং সেই চ্যালেঞ্জে সফল হয়ে তারা তুরস্কের বিপক্ষে ৬-০ গোলের বিধ্বংসী জয় ছিনিয়ে এনেছে।
এই জয়ের ফলে গ্রুপ ‘ই’-তে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে স্পেন।
ম্যাচের শুরুটা অবশ্য তুরস্কের আক্রমণ দিয়ে হয়েছিল। তাদের অধিনায়ক হাকান চাহানোগলুর একটি জোরালো শট দক্ষতার সাথে ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। তবে এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্প্যানিশদের হাতে চলে আসে।
খেলার ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে নেন পেদ্রি, ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত শটে তিনি বল জালে জড়ান। এরপর ২২তম মিনিটে টিকি-টাকার ঝলকে মুগ্ধ করে মিকেল মেরিনো ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধের শেষ দিকে মেরিনো তার দ্বিতীয় গোলটি করেন, যা স্পেনের আক্রমণাত্মক খেলারই প্রতিফলন।
দ্বিতীয়ার্ধে স্পেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বিরতির পর ৫৩ মিনিটে ফেরান তোরেস গোল করে ব্যবধান ৪-০ করেন। এর মাত্র চার মিনিট পরেই মেরিনো নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন, যা ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন একটি শট।
এরপর ম্যাচের ৬২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন পেদ্রি, যার মাধ্যমে ৬-০ ব্যবধানে জয় নিশ্চিত হয়।
এই জয়ে স্পেন টানা দুই ম্যাচে জয় নিয়ে ৬ পয়েন্ট অর্জন করে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, ৩ পয়েন্ট নিয়ে জর্জিয়া ও তুরস্ক যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন