বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৩:১৯ পিএম

‘বিশ্বকাপে ভালো করবে ব্রাজিল’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৩:১৯ পিএম

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ছবি- সংগৃহীত

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ছবি- সংগৃহীত

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উঁচুতে অবস্থিত বলিভিয়ার স্টেডিয়াম স্তাডিও মনুমেন্টাল এল এলতো। ফুটবল বিশ্বে পৃথিবীর ‘নরক’ নামে পরিচিত এই মাঠ আরও একবার তার ভয়ঙ্কর রূপ দেখাল। 

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে এই স্টেডিয়ামে স্বাগতিক বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। যদিও বল দখলের দিক থেকে ব্রাজিল অনেক এগিয়ে ছিল, তবে উচ্চতা এবং প্রতিকূল পরিবেশে তাদের পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক।

ম্যাচে ৫৮ শতাংশ বল নিজেদের দখলে রেখেও ব্রাজিলের আক্রমণ ছিল একেবারেই নগণ্য। পুরো ৯০ মিনিটে তারা গোলের দিকে মাত্র তিনটি শট নিতে সক্ষম হয়েছে। এর বিপরীতে, বলিভিয়া ১০টি শট নিয়ে ব্রাজিলের রক্ষণকে বারবার চাপে ফেলেছে। 

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে খেলার একমাত্র গোলটি হয় একটি বিতর্কিত পেনাল্টি থেকে। বক্সের ভেতর বলিভিয়ার খেলোয়াড়কে ফাউল করেন ব্রুনো গিমারেস। প্রথমে রেফারি খেলা চালিয়ে যেতে বললেও, ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলানো হয়। 

স্পট কিক থেকে গোল করে বলিভিয়ার মিগুয়েল তেরকোরেস স্বাগতিকদের জয় নিশ্চিত করেন। ম্যাচের পর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি রেফারির এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'এ ধরনের সিদ্ধান্ত আরও ভালো করা সম্ভব।'

এই হতাশাজনক হারের পরও ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি তার দলের ওপর পূর্ণ আস্থা রেখেছেন। ম্যাচের শেষে তিনি বলেন, ব্রাজিল বিশ্বকাপে ভালো করবে। আমি দল এবং খেলোয়াড়দের প্রতি সম্পূর্ণ আস্থাশীল।

বিশ্বকাপ বাছাইপর্ব শেষে ব্রাজিল ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, এরপর আছে উরুগুয়ে ও কলম্বিয়া। 

তবে এই ফলাফল নিয়েও আনচেলত্তি নির্ভার। তার বিশ্বাস, 'আমরা বিশ্বকাপে সফল হবো, তার জন্য লড়াই করবো।'

রূপালী বাংলাদেশ

Link copied!