এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ শারজাহর শেখ আবু জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। কাগজে-কলমে ফেভারিট হলেও প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না টাইগার অধিনায়ক লিটন দাস।
২০১৪ সালে চট্টগ্রামে হংকংয়ের বিপক্ষে লজ্জাজনক হারের স্মৃতি এখনো তাজা, তাই দুর্বল প্রতিপক্ষ হলেও সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।
বুধবার সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, ‘ক্রিকেট অনিশ্চিত খেলা। যেকোনো দল যেকোনো দিন জিততে পারে। আমাদের প্রথম লক্ষ্য হলো ম্যাচ জেতা।’
সংযুক্ত আরব আমিরাতের তীব্র গরমকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না বলেও জানান তিনি।
লিটন বলেন, ‘মাঠে নামতে আমাদের কোনো সমস্যা হয়নি। অধিকাংশ খেলোয়াড়ই এখানে আগে খেলেছে। গরম সবার জন্য সমান। তাই শতভাগ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’
ম্যাচের আগে শক্তি বাঁচাতে অনুশীলনও যতটা সম্ভব কম করা হবে বলে জানান তিনি।
সাম্প্রতিক ম্যাচগুলোতে টপ অর্ডারের দাপটে মিডল অর্ডারের খুব বেশি পরীক্ষা হয়নি। তবে লিটন আত্মবিশ্বাসী যে, দায়িত্ব এলে তারা তা সঠিকভাবে সামলাতে পারবে।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, যখনই দায়িত্ব আসবে, মিডল অর্ডার তা সামলাবে। তারা আগেও করেছে, আবারও করবে।’
আফগানিস্তান হংকংকে ৯৪ রানে হারানোয় রান রেটের প্রসঙ্গ উঠলেও লিটনের কাছে প্রথম লক্ষ্য হলো জয়। তিনি বলেন, অবশ্যই বিষয়টি (রান রেট) মাথায় থাকবে, কিন্তু অযথা ঝুঁকি নেওয়া যাবে না।
রান রেট বাড়াতে গিয়ে ম্যাচ হারলে লাভ নেই। প্রথম লক্ষ্য জেতা, এরপর পরিস্থিতি বুঝে লক্ষ্য বদলানো যেতে পারে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন