এশিয়া কাপের ১৭তম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। আর এই উত্তেজনার পারদ এতটাই বেড়ে গেছে, যে কারণে দুবাইয়ের পুলিশ কর্তৃপক্ষকে মাঠে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিতে হচ্ছে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত এই ম্যাচে দর্শকদের জন্য জারি হয়েছে কঠোর সতর্কবার্তা।
খেলাধুলার উত্তেজনা যেন বিশৃঙ্খলার কারণ না হয়, সে ব্যাপারে বিশেষভাবে জোর দিচ্ছে দুবাই পুলিশ। ইভেন্টস সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল সাইফ মুহাইর আল মাজরুই স্পষ্টভাবে জানিয়েছেন, মাঠে কোনো ধরনের হিংসাত্মক আচরণ, গালিগালাজ বা বর্ণবিদ্বেষমূলক মন্তব্য সহ্য করা হবে না।
দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম ভাঙলে এক থেকে তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে, পাশাপাশি ১০,০০০ থেকে ৩০,০০০ দিরহাম পর্যন্ত জরিমানা করা হতে পারে। পাকিস্তানি মুদ্রায় এই অঙ্কটা প্রায় ৭.৫ লাখ থেকে ২৩ লাখ রুপির সমান।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দর্শকরা যেন খেলার আনন্দ উপভোগ করার জন্য শৃঙ্খলা ও ইতিবাচক আচরণ বজায় রাখেন। যদি কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়, তাহলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর প্রধান উদ্দেশ্য হলো, মাঠে উপস্থিত সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেডিয়ামের পরিবেশ সুস্থ ও স্বাভাবিক রাখা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন