অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের কাউন্সিলর বা ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে ১৭৭টি কাউন্সিলর পদের মধ্যে কিছু নাম এখনও চূড়ান্ত হয়নি। এদিকে ছয়টি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি আসন আপাতত ফাঁকা রাখা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার সন্ধ্যা ৭টায় প্রকাশ হওয়ার কথা ছিল এই খসড়া তালিকা। তবে সময় পরিবর্তন করে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তা প্রকাশ করা হয়। আর এই তালিকায় চমক হিসেবে স্থান পেয়েছেন বাংলা সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। কুমিল্লা জেলা থেকে ভোটার হয়েছেন তিনি।
আসিফ আকবর গান শুরু করার আগে তার স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। কৈশোরে সেই স্বপ্ন পূরণ না হলেও এবার ক্রিকেটের সঙ্গেই নতুনভাবে যুক্ত হলেন তিনি।
শুধু সংগীত নয়, রাজনীতির সঙ্গেও একসময় তার পরিচয় ছিল। বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে দীর্ঘদিন কনসার্ট ও শো থেকে দূরে থাকতে হয়েছে তাকে। দেশ-বিদেশে গান গাওয়াও প্রায় থেমে গিয়েছিল। তবে গত বছরের ৫ আগস্টের পর থেকে যেন আবার নতুন করে শুরু হয়েছে তার সুরের রাজত্ব। একের পর এক নতুন গান প্রকাশ করছেন, পাশাপাশি দেশ-বিদেশের মঞ্চে নিয়মিত পারফর্ম করছেন আসিফ। ভক্তদের ভালোবাসায় আবারও ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগীতের এই যুবরাজ।