ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চ উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ রাতে মাঠে নামছে একাধিক জায়ান্ট ক্লাব। তবে ফুটবলপ্রেমীদের সব আলো থাকবে কাতালোনিয়ায়, যেখানে মুখোমুখি হবে বার্সা-পিএসজি।
আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগার শীর্ষে ফেরার সুখস্মৃতিকে সঙ্গী করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের আতিথ্য দেবে কাতালানরা। যদিও সাম্প্রতিক রেকর্ড বার্সার অনুকূলে নয়।
পিএসজি তাদের সর্বশেষ দুই সফরেই বার্সার মাঠে জয়োৎসব করেছে এবং হ্যাটট্রিক জয়ের স্বপ্ন দেখছে লুই এনরিকের দল। তবে বার্সা সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, মহাদেশীয় আসরে নিজ মাঠে তাদের টানা তিন হারের নজির নেই।
এবারের মহারণে নিজেদের ফেভারিট মানছেন বার্সা মিডফিল্ডার পেদ্রি। তিনি বলেন, ‘পিএসজি বিশ্বের অন্যতম সেরা দল, আমরাও সেরা। তা ছাড়া প্রতিশোধ বিষয়টা সবসময় আছে ফুটবলে। আমরাও তেমনটা চাই।’
গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট নিয়ে দুশ্চিন্তা আছে উভয় দলেই। পিএসজি এবারের মিশনে পাচ্ছে না ব্যালন ডি’অর জয়ী উইঙ্গার উসমান দেম্বেলেকে।
এ ছাড়া দিজেরে দুয়ে, মার্কিনিওসদের সঙ্গে চোটে ছিটকে পড়া খেলোয়াড়দের তালিকায় সর্বশেষ নাম যুক্ত করেছেন খভিচা ভারাতস্কেলিয়াও।
তবে চোট নিয়ে দুর্ভাবনা থাকলেও বার্সার জন্য রয়েছে দারুণ সুখবর। তরুণ প্রতিভাবান উইঙ্গার লামিন ইয়ামাল পিএসজিকে আতিথ্য দেওয়ার আগেই মাঠে ফিরছেন, যা দলের আক্রমণভাগে বাড়তি শক্তি যোগাবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন