এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে আগেই দেশের মাটিতে পা রেখেছিলেন ফাহমিদুল ইসলাম, হামজা দেওয়ান চৌধুরীসহ অন্যান্যরা। এবার কানাডা থেকে আজ রাত সাড়ে নয়টায় ঢাকায় এসে পৌঁছেছেন সামিত সোম।
৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে আগামীকালই শুধু অনুশীলনের সুযোগ পাবেন সামিত। কানাডা জাতীয় দলের হয়ে খেলা সামিত সোম বাংলাদেশের জার্সিতে একমাত্র ম্যাচটি খেলেছেন ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলতে পারেননি ভ্রমণ ক্লান্তির জন্য। কারণ তিনি ৪ জুন সকালে এসে ঢাকায় পৌঁছান।
সামিত সোম আসায় আগামীকালই প্রথম পরিপূর্ণ অনুশীলন শুরু হবে বাংলাদেশের। অথচ সফরকারী হংকং আজ ঢাকায় পূর্ণাঙ্গ দলের অনুশীলন করেছে। তারা রাজধানীর উত্তরায় পুলিশ মাঠে ঘণ্টা দেড়েক নিজেদের ঝালিয়ে নিয়েছে। আগামীকাল ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস করবে। এশিয়ান কাপ বাছাই খেলতে বিদেশি দল এসেছে। বাফুফের পক্ষ থেকে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্যই দেয়া হয়নি।
বাংলাদেশ-হংকং ম্যাচের জন্য ইতোমধ্যে দর্শকদের উন্মাদনা শুরু হয়েছে। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা টিকিটের খোঁজে রয়েছেন। অন্য দিকে আজ বাংলাদেশ দলের অনুশীলনের সময় স্টেডিয়ামের বাইরে দেখা গেছে হংকংয়ের দুই তরুণকে। যারা এই ম্যাচ দেখার জন্য গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন। হো এবং কিফ নামের দুই তরুণের তথ্য মতে, হংকং ফুটবল ফেডারেশন থেকে ১০০ জনের মতো ফুটবল সমর্থক ঢাকার ম্যাচের টিকিট সংগ্রহ করেছে। তাদের অনেকেই আজ ও আগামীকালে মধ্যে আসবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন