বিশ্বকাপ বাছাইপর্ব শেষে এখন মূল আসরের প্রস্তুতি পর্বে নামছে দক্ষিণ আমেরিকার দলগুলো। আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই আসন্ন আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
লিওনেল স্কালোনির দল আগামী ১১ অক্টোবর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে মুখোমুখি হবে। এই দুই ম্যাচ সামনে রেখে ইতোমধ্যেই মিয়ামিতে অনুশীলন শুরু করেছে স্কালোনির দল ।
প্রথমে নির্ধারিত সূচি অনুযায়ী পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে। তবে শিকাগোতে চলমান বিক্ষোভ ও অস্থির পরিস্থিতির কারণে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল নিশ্চিত করেছেন, ম্যাচটি এখন মিয়ামিতে অনুষ্ঠিত হবে, সম্ভাব্য ভেন্যু ইন্টার মিয়ামির চেজ স্টেডিয়াম।
শিকাগোতে অভিবাসী দমন অভিযান ঘিরে কয়েক দিন ধরেই উত্তেজনা চলছে। হেলিকপ্টার হামলা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ব্যাপক গ্রেপ্তারের ঘটনায় শহরজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে নিরাপত্তার কথা চিন্তা করেই ম্যাচটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ)।
ফলে লিওনেল মেসির পরিচিত ঘর, ইন্টার মিয়ামির মাঠেই হয়তো দেখা যাবে আর্জেন্টিনাকে। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত আর্জেন্টাইন সমর্থকদের মধ্যেও নতুন উচ্ছ্বাস দেখা দিয়েছে।
তবে মেসি আদৌ এই দুই ম্যাচে খেলবেন কি না, তা এখনও নিশ্চিত করেননি কোচ স্কালোনি। চোটের ঝুঁকি এড়াতে ও তরুণদের সুযোগ দিতে সতর্ক অবস্থান নিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আমরা মেসি ও দলের অন্যদের সঙ্গে কথা বলব। কারও সামান্য চোট থাকলেও ঝুঁকি নেব না। যেমন আকুনিয়ার (হুয়েভো) কিছু সমস্যা আছে, তাকেও বিশ্রামে রাখা হতে পারে। তবে যারা পুরোপুরি ফিট, তারা অবশ্যই খেলবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন