আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান। টস হেরে বোলিংয়ে বাংলাদেশ দল।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশের সময় খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজ হাতছাড়া করেছে মেহেদী হাসান মিরাজের দল।
এদিকে বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ। প্রথম দুই ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ে হেরেছে বাংলাদেশ।
আজ সম্মান রক্ষার লড়াই। ব্যাটিংয়ে দায়িত্বশীলতা, উইকেটের মূল্য বোঝা এবং কৌশলী ইনিংস গড়তে না পারলে ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম হোয়াইটওয়াশ হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
দু’দলের কেউই এর আগে একে অপরকে ওয়ানডে ফরম্যাটে হোয়াইটওয়াশ করতে পারেনি। টানা তিনটি সিরিজ হারের পর বাংলাদেশের সামনে তাই আরেকটি লজ্জা এড়ানোর লড়াই।
সিরিজ হারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে দেশে ফিরতে মরিয়া মেহেদী হাসান মিরাজরা। দেশে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে।
এ বছর খেলা ৭ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় বাংলাদেশের, আর গত ১৩ মাসে এসেছে মোটে দুটি জয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর খেলা ১৯ ম্যাচের মধ্যে মাত্র ৫টিতে জয়—এই পরিসংখ্যানই বলে দেয়, মিরাজরা এই সংস্করণে যেন নিজেদের হারিয়ে খুঁজছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন