টেনিসের তরুণ তারকা কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনারের দাপটে নোভাক জোকোভিচকে অনেকটা ভুগতে দেখা যাচ্ছিল। তবে বয়স আর সমালোচনাকে পিছনে ফেলে আবারও প্রমাণ করলেন তিনি এখনও টেনিসের অন্যতম সেরা। গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হেলেনিক চ্যাম্পিয়নশিপে লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে ক্যারিয়ারের ১০১তম শিরোপা জিতলেন সার্বিয়ান এই কিংবদন্তি।
৩৮ বছর ৫ মাস বয়সে হয়ে উঠলেন ১৯৭৭ সালে কেন রোজওয়েলের পর সবচেয়ে বয়স্ক এটিপি ইভেন্ট চ্যাম্পিয়ন। এতে পুরুষ টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ীর তালিকায় তার অবস্থান বর্তমানে একাদশ।
হার্ডকোর্ট শিরোপা সংখ্যায় জোকোভিচ রজার ফেদেরারকে পেছনে ফেলেছেন। এথেন্সের এই শিরোপায় তার হার্ডকোর্ট টাইটেলের সংখ্যা দাঁড়াল ৭২—যেখানে সুইস মহাতারকা ফেদেরার আছেন ৭১ শিরোপা নিয়ে।
গ্র্যান্ড স্লাম টেনিসেও আধিপত্য বজায় রেখে চলেছেন তিনি। পুরুষদের একক বিভাগে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয় (২৪), সর্বোচ্চ ফাইনাল (৩৭), সেমিফাইনাল (৫৩) ও কোয়ার্টার ফাইনাল (৬৪) খেলার রেকর্ড তার দখলেই।
তিন ঘণ্টার টানটান উত্তেজনার ম্যাচ শেষে জোকোভিচ জানান, কাঁধের চোটের কারণে আগামী এটিপি ফাইনালস-এ অংশ নেবেন না।
ম্যাচ শেষে তিনি বলেন, এটি ছিল অসাধারণ লড়াই। উভয় পক্ষের জন্যই কঠিন ছিল। লরেঞ্জোকে অভিনন্দন দারুণ পারফরম্যান্সের জন্য। এ ম্যাচ জেতায় আমি গর্বিত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন